২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ২৫, মৃত্যু চারজনের
একদিনে নতুন শনাক্ত ৮২ জন
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ৭১ জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে শুক্রবার রাত ১১টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুমেকের ল্যাবে নতুন ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার রাতে সংশ্লিষ্ট সূত্রগুলো দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন খুলনার রূপসা উপজেলার মর্জিনা বেগম (৫১), খালিশপুরের আবু বক্কর ভুঁইয়া (৭৫), দৌলতপুরের যীশু পদ পাল (৭০) ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোশারেফ হোসেন শেখ (৮০)।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে আরও জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মৃত আব্দুল খালেক শেখের ছেলে মোশারেফ হোসেন শেখ (৮০) মারা যান। তিনি ১০ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পূর্ব রূপসার নিকলাপুর এলাকার আবু তালেবের স্ত্রী মজিনা বেগমের (৫১) মৃত্যু হয়। তিনি গত ১২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে রাত ১১টা ১৫ মিনিটে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার খালিশপুর হাউজিং এলাকার মৃত শামসুল হক ভুঁইয়ার ছেলে আবুবক্কর ভুঁইয়ার (৭৫) মৃত্যু হয়। এছাড়া রাত পৌনে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর রেলগেট এলাকার মনিন্দ্র নাথ পালের ছেলে যীশু পদ পাল (৭০) মারা যান। তিনি ৯ এপ্রিল খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৫ জন নতুন করে ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে এখন পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি রয়েছেন। যাদের মধ্যে রেডজোনে ৩৬ জন এবং ইয়েলো জোনে ৩৫ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন।
এদিকে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, গত ২৪ ঘণ্টায় খুমেকের আরটি-পিসিআর মেশিনে ৪১২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২১৬ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৮২ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫৩ জন, বাগেরহাট ২৬ জন, যশোর, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জের ১ জন করে রোগী রয়েছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ