২৪নং ওয়ার্ড সিপিবি’র কর্মীসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগরীর ২৪নং ওয়ার্ড শাখার এক জরুরী সভা গতকাল বুধবার রাত ৮টায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২৪নং ওয়ার্ড সিপিবি’র ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেতা এড. নিত্যানন্দ ঢালী, উত্তম রায়, নুরুল আমিন, আজিজুল ইসলাম প্রমুখ।
সভায় শাখার উদ্যোগে আগামী ১১ ফেব্রæয়ারী প্রশিক্ষণ, ১৪ ফেব্রæয়ারী হতে এলাকাবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষায় মশা নিধন কার্যক্রম এবং ড্রেন পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার দাবীতে সপ্তাহ ব্যাপী প্রচারপত্র বিলি ও পথসভা কর্মসূচি সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এক প্রস্তাবে এলপি গ্যাসের সিলিন্ডারের মূল্য লেখা সংক্রান্তে হাই কোর্টের আদেশ বাস্তবায়নের আহŸান জানানো হয়।