November 24, 2024
খেলাধুলা

২৩ রান দূরে সাকিব

 

 

 

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাত্র ২৩ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে ৬হাজার রান পূর্ণ করবেন সাকিব। আগামীকাল টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চম ম্যাচে ব্যাট হাতে ২৩ রান করতে পারলেই নিজের ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।

বাংলাদেশের জার্সি গায়ে এখন অবধি ২০১ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৫৯৭৭ রান করেছেন সাকিব। সাকিবের আগে বাংলাদেশের হয়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৯৬ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৯৫ রান আছে তামিমের।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব। বাংলাদেশের প্রথম তিন ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করেছেন তিনি। ৩ ম্যাচের ৩ ইনিংসে ৮৬ দশমিক ৬৬ গড়ে ২৬০ রানের পাশাপাশি বল হাতে এ পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন সাকিব।

চলমান বিশ্বকাপেই ওয়ানডে ফরম্যাটে নিজের ২৫০তম উইকেট শিকার করেন সাকিব। তাই ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৫০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিন তিনি খেলেছিলেন ১৯৯তম ম্যাচ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *