২৩ জেলা ও সচিবালয় ক্লিনিকে নতুন সিভিল সার্জন
রাজশাহী, রংপুর, সিলেট, বগুড়াসহ দেশের ২৩ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সচিবালয় ক্লিনিকে একজন সিভিল সার্জন নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ এবং পদায়নের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পারসোনাল-২ অধিশাখা) জাকিয়া খন্দকার।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ২৪ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে বিভিন্ন জেলা ও সচিবালয় ক্লিনিকে বদলি/পদায়ন করা হলো।
জানা গেছে, নতুন করে নিয়োগ পাওয়া সিভিল সার্জনদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং ৮ জন সহকারী পরিচালক ছিলেন। এছাড়া একজন করে মেডিকেল সুপারিনটেনডেন্ট, ডেপুটি সিভিল সার্জন এবং মেডিকেল অফিসার ছিলেন। তাদের সবাইকে সিভিল সার্জন পদে নিয়োগ করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত ২৪ জন সিভিল সার্জনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।