January 21, 2025
আঞ্চলিক

২৩ জানুয়ারি থেকে নগরীর অসমাপ্ত ওয়ার্ড সমূহে আ’লীগের সম্মেলন

খবর বিজ্ঞপ্তি

পাঁচ থানার বিভিন্ন ওয়ার্ডের অসমাপ্ত সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে খুলনা মহানগরী আওয়ামী লীগ। পাঁচ থানার বর্ধিত সভার মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

সিদ্ধান্ত মোতাবেক ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ৫নং ওয়ার্ডের সম্মেলন বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২৫ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৩টায় ১নং ওয়ার্ডের সম্মেলন মহেশ্বরপাশা ক্লাব প্রাঙ্গনে, ১০ ফেব্রæয়ারি সোমবার সকাল ১০টায় ১২নং ওয়ার্ডের সম্মেলন এবং একই দিন বিকাল সাড়ে ৩টায় ২নং ওয়ার্ডের সম্মেলন ফুলবাড়িগেটে, ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল ১০টায় ৯নং ওয়ার্ডের সম্মেলন বৈকালী আওয়ামী লীগ অফিস চত্বর এবং একই দিনে বিকাল সাড়ে ৩টায় ৩৩নং ওয়ার্ডের সম্মেলন ফুলবাড়িগেট জনতা চত্বরে, ১২ ফেব্রæয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় ১০নং ওয়ার্ডের সম্মেলন নয়াবাটী হাজী শরিয়াতউল্লাহ বিদ্যাপীঠে, ১৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ১১নং ওয়ার্ডের সম্মেলন প্লাটিনাম চিত্ত বিনোদন কেন্দ্রে (শ্রমিক ক্লাব), ১৪ ফেব্রæয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ৬নং ওয়ার্ডের সম্মেলন পাবলা আফিল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, ১৫ ফেব্রæয়ারি শনিবার বিকাল সাড়ে ৩টায় ৩২নং ওয়ার্ডের সম্মেলন আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

সম্মেলন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষে নি¤œ লিখিত ওয়ার্ডগুলোর কাউন্সিলর তালিকা যাচাই বাছাই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। ৩২নং ওয়ার্ডের যাচাই বাচাই ১৮ জানুয়ারী বিকাল ৩ ঘটিকায়, ১০নং ওয়ার্ডের ২৪ জানুয়ারী বাদ মাগরিব, ১২নং ওয়ার্ডের ২৬ জানুয়ারী বাদ মাগরিব, ৯নং ওয়ার্ডের ২৭ জানুয়ারী বাদ মাগরিব, ১১নং ওয়ার্ডের ২৮ জানুয়ারী বাদ মাগরিব যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাউন্সিলর তালিকা নিয়ে প্রস্তুত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ  বাবুল রানা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *