২২ বছরের ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানলেন লয়েড
ধারাভাষ্যকে বিদায় জানালেন ডেভিড লয়েড। এরইমধ্যে স্কাই স্পোর্টসের সঙ্গে তার ২২ বছরের সম্পর্ক শেষ হলো।
এর আগে ইংল্যান্ড জাতীয় দলকে ৩ বছর কোচিং করানোর পর ১৯৯৯ সালে স্কাইতে মাইকের সঙ্গে সখ্যতা শুরু করেছিলেন তিনি। যদিও টেলিভিশনে আসার আগে রেডিওতে কিছুদিন কাজ করেছিলেন।
৭৪ বছর বয়সী লয়েডের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল খুবই ছোট। ১৯৭৩ থেকে ১৯৮০ পর্যন্ত খেলেছেন ৯টি টেস্ট ও ৮টি ওয়ানডে। তবে ল্যাঙ্কাশায়ারের হয়ে দীর্ঘদিন ব্যাটে-বলে উদযাপন করেছেন।
বিদায়ী বার্তায় লয়েড বলেন, ‘আমার মনে হয় মাইক থেকে সরে যাওয়ার এটাই সেরা সময়। ’
এদিকে ধারাভাষ্য থেকে লয়েডে সরে যাওয়ার বড় কারণ হচ্ছে তার সমসাময়িকরা এই পেশা ছেড়ে দেওয়ায়। ডেভিড গাওয়ার, ইয়ান বোথাম ও মাইকেল হোল্ডিং ইতোমধ্যে বিদায় বলেছেন। আর স্কাইয়ের পণ্ডিত বব উইলস তো ২০১৯ সালে ওপারেই পাড়ি দেন।