২২নং ওয়ার্ডে সদস্য যাচাই বাছাই অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
সদস্য সংগ্রহ, নবায়ন ও টিকিট যাচাই বাছাই করেছে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নতুন বাজার মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক মো. বাবলু মোল্লার সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, এমডিএ বাবুল রানা, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা ইসলাম, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আলী আজগর মিন্টু, বিকু কাজী, এইচ এম তৌহিদ, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পিন্টু কুমার অধিকারী, রফিকুল ইসলাম স্বপন, এ্যাড. সেলিনা আক্তার পিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।