২১ বিজিবি’র অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধীনস্থ পুটখালী বিওপি’র একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন মসজিদবাড়ি বিজিবি চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে গতকাল সন্ধ্যা পৌণে ৭টায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানা পুটখালী (উত্তরপাড়া) মৃত আব্দুস সাত্তার মোড়ল’র পুত্র মোঃ আরিফুল ইসলাম (২২)। আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।