২১ আগস্টের মামলায় তারেক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নগর যুবলীগের
খবর বিজ্ঞপ্তি
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতিগ্রস্থ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মদদদাতা তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী, ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেদিন বঙ্গবন্ধুর আদর্শের ও প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি অবিচল নেতা-কর্মীরাই তাদের জীবন দিয়ে রক্ষা করেছিলেন শেখ হাসিনাকে। আমরা হারিয়েছি আইভি রহমানসহ দলের অসংখ্য নেতাকর্মীদের। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারেকের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন হলেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতা কর্মীদের আত্মা শান্তি পাবে।
খুলনা মহানগর যুবলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন। শনিবার বিকালে নগরীর খালিশপুরস্থ গোয়ালপাড়া কমিউনিউটি সেন্টারে প্রতিবাদ সমাবেশ, দোয়া ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে নগর যুবলীগগ। আহ্বায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খালিশপুর থানা আ’লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু।
এ সময় আরও উপস্থিত ছিলেন অভিজিৎ চক্রবর্তী দেবু, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মেহেদী মোড়ল, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ, থানা আওয়ামী লীগ নেতা রিপন খান, ওয়ার্ড অওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তার লিটন, সাবেক ছাত্রনেতা নুর হাসান জনি, অভিজিৎ পাল, এস এম মনিরুজ্জামান, থানা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মিলন, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, মেহেদী হাসান, টিপু সুলতান, নাঈম সরদার, হিরণ হাওলাদার, নিশাত ফেরদাউস অনি, ওয়ার্ড যুবলীগ নেতা, রবিউল ইসলাম বাপ্পি, সোহেল আরমান, ইসুফ মোল্লা, নূর এ হেলাল, আশরাফুল ইসলাম মুন, আলম খান, সাকিব হাওলাদার, জনি মিঞা, মহিদুল হক শান্ত, তত্ত্বী ধর, সাগর মজুমদার, থানা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোহাগ, ওসমান গনি, জাহিদুল, নয়ন, ওয়াহিদ, ইমন, সোহেল শেখ, যুবলীগ কর্মী মোঃ সুজন, মোঃ রুবেল, মোঃ হারুন, মোঃ জনি, শেখ রাসেল প্রমুখ।
এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আ’লীগের নেত্রী আইভি রহমানসহ নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া খালিশপুরের মোহাম্মাদিয়া ফেরদৌসিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, খানজাহানআলী এতিম খানা, নেছারিয়া মাদ্রাসা এতিম খানা, খাদেমুল মাদ্রাসা এতিমখানা, ৫ তলা বয়স্ক মাদ্রাসা ও এতিমখানা, হাউজিং তিন তলা এতিমখানা, বাইতুল ফালাহ এতিমখানা, শামসুল উলুম দারুল কোরআন মাদ্রাসা ও এতিম খানা, সরদার পাড়া এতিমখানা, রোলিং মিল এতিম খানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়