January 19, 2025
আন্তর্জাতিক

২০২১ সালে চার দেশের ক্ষেপণাস্ত্র বড় হুমকি: ইসরায়েলি গবেষণা সংস্থা

হামাসের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত ইহুদিবাদী ইসরায়েলের জন্য এবার বড় হুমকি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। ২০২১ সালে দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের এ চারটি দেশ থেকে হামলার আশঙ্কা করছে। অথচ এ সময়ে উল্টো ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি কমেছে।

ইসরায়েলের গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করায় ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এ সময় ইসরায়েলের সেনাবাহিনীর শক্তিও হ্রাস পেয়েছে।

সরকারকে পরামর্শ দিয়ে গবেষণা সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, ২০২১ সালে মিশর, জর্ডান ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। একইসঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সেই বিষয়েও পদক্ষেপ নিতে হবে। হামাসের সামরিক হামলা ঠেকানোর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *