২নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন সফল করতে আলোচনা সভা
খানজাহান আলী থানা প্রতিনিধি
২নং ওয়ার্ড আওয়ামী লীগের ১০ ফেব্রয়ারীর ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে ওয়ার্ডের মীরেরডাঙ্গা ইউনিট কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় মীরেরডাঙ্গা চৌধুরীপাড়া তেতুলতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেন্টার কমিটির আহবায়ক সৈয়দ আলী রেজা নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহমেদ, মাষ্টার মনিরুল ইসলাম, থানা আওয়ামীলীগ নেতা এস এম মনিরুজ্জামান মুকুল, ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আ. জলিল হাওলাদার, মাসুদ পারভেজ সোহেল, সিএসডি গুদামের সিবিএ’র সভাপতি মো. মিজানুর রহমান ফিরোজ, থানা আ’লীগ নেতা কাজী জাকারিয়া রিপন, সোনালী ব্যাংক সিবিএ’র সভাপতি মো. সরোয়ার হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম।
মাস্টার শাহজাহান হাওলাদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন মোস্তাফিজুর রহমান মানিক, ইসমাইল হোসেন ইমন, জহিরুল ইসলাম পান্নু, আ. ওহাব, বখতিয়ার রহমান, রানা হাওলাদার, কামাল মুন্সি, নাসির উদ্দিন, শাহজাহান আকুঞ্জি, সেকেন্দার আলী, আওয়াল আজাদ, একে লাভলু, আমজাদ হোসেন, আফজাল, রফিক, ওয়ার্ড মহিলা নেত্রী নার্গিস খানম, শানু বেগম, শামিম রেজা রাসেল, নাইমসহ মীরেরডাঙ্গা ইউনিট কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।