২নং ওয়ার্ড আ’লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনকে জড়িয়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকায় গত ১৭ সেপ্টেম্বর যে মিথ্যা ও সড়যন্ত্রমুলক সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধায় ফুলবাড়ীগেট আওয়ামী লীগ কার্যালয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকিরের পরিচালনায় বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, আবু হেনা বাবলু, সেকেন্দার আলী, বায়জিদ সরদার, তরিকুজ্জামান মনির, জহিরুল ইসলাম পান্নু, সাইফুল ইসলাম বাবু, রুমা খন্দকার মুন্নি, মাসুম খন্দকার, শেখ তরিকুল ইসলাম, আবু হানিফ, বাদশা, রেজাউল, সুমন , রানা প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ীগেট গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।