November 25, 2024
জাতীয়

১ সেপ্টেম্বর থেকে ট্রেনের ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

দক্ষিণাঞ্চল ডেস্ক

ট্রেনের ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে আগামী রবিবার (১ সেপ্টেম্বর) থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দণ্ডনীয় অপরাধ। ছাদে ভ্রমণের কারণে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া এ কারণে ট্রেন বিলম্বিত হয়ে স্বাভাবিক গতি চলাচল বিঘ্নিত হয়।

যাত্রীদের ছাদে ভ্রমণ না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নং ধারা অনুযায়ী এ জন্য কারাদণ্ড, জরিমানা বা উভয়ই দণ্ড হতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *