December 27, 2024
জাতীয়লেটেস্ট

১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পেছাল

দক্ষিণাঞ্চল ডেস্ক
বিশ্ব ইজতেমার কারণে চলমান এসএসসি ও সমমানের তিনদিনের পরীক্ষা পেছানো হয়েছে। ১৬, ১৭ ও ১৮  ফেব্রুয়ারির পরীক্ষাগুলো আগামী ২৬, ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ অনুষ্ঠিত হবে। রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে এই তথ্য জানান।
মু. জিয়াউল বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ ফেব্র“য়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্র“য়ারি, ১৭ ফেব্র“য়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্র“য়ারি এবং ১৮ ফেব্র“য়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্র“য়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্র“য়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *