January 18, 2025
জাতীয়

১২ লাখ কোভিড টিকা উপহার দিল ইউরোপের ৩ দেশ

মহামারী মোকাবেলায় বাংলাদেশকে ১২ লাখ ডোজ কোভিড টিকা উপহার দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।

রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন তিন দেশের রাষ্ট্রদূতরা আনুষ্ঠানিকভাবে অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত এসব টিকা হস্তান্তর করেন।

কোভ্যাক্স কর্মসূচির অধীনে আসা টিকাগুলো গ্রহণ করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

ঢাকায় তিন দেশের দূতাবাসের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকাগুলো ৯ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছায়।

এর মধ্যে সুইডেন থেকে ৫ লাখ ৩৫ হাজার ২০০, সুইজারল্যান্ড থেকে ৪ লাখ ৪৬ হাজার এবং নরওয়ে থেকে ২ লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে।

টিকা হস্তান্তরকারীদের মধ্যে ছিলেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআর্ড ও নরওয়ের রাষ্ট্রদূত।

এক যৌথ বিবৃতিতে কোভিড মহামারী মোকাবেলায় একটি কার্যকর বহুপাক্ষিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছেন রাষ্ট্রদূতরা।

দ্রুততা ও সমতা বজায় রেখে বিশ্বব্যাপী টিকার প্রবেশগম্যতা নিশ্চিতে নিজ দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি দেশেই বহুপাক্ষিক ’অ্যাক্সেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর’ নামক উদ্যোগে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং এর কোভ্যাক্স সুবিধায় কোভিড-১৯ টিকার অনুদান দিয়েছে।

অন্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী টিকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *