১১ মে’র মধ্যে মলি¬ক সুধাংশুর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি
কেইউজে’র সাধারণ সভায় বক্তারা
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাধারণ সভায় খুলনা প্রেস ক্লাব থেকে জামায়াত-শিবিরপন্থীদের বিতাড়িত করার দাবি উঠেছে। একই সাথে বক্তারা বলেছেন, জামায়াত-শিবিরপন্থী এক সাংবাদিকের মৌখিক অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুকে খুলনা প্রেসক্লাব থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেটি অত্যন্ত দুঃখজনক।
বক্তারা বলেন, খুলনা প্রেস ক্লাব মল্লিক সুধাংশু’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে তা আগামী ১১ মে’র মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যাথায় ১২ মে সকালে খুলনা প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক ইউনিয়ন। এরপর থেকে যথারীতি কঠোর আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র উদ্যোগে মহান মে দিবসের আলোচনা সভা শেষে সাধারণ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সভায় মলি¬ক সুধাংশুর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
সভার শুরুতে মহান মে দিবসের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট ও চলতি বছরের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অভিজিৎ পাল। যা সর্বসম্মতিক্রমে পাশ করা হয়।
ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, আহমদ আলী খান, এ কে হিরু, ফারুক আহমেদ, এস এম জাহিদ হোসেন, মামুন রেজা, অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী, সুবীর কুমার রায়, মোজাম্মেল হক হাওলাদার, এস এম ফরিদ রানা, হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, নেয়ামুল হোসেন কচি, এনামুল হক, আসাদুজ্জামান রিয়াজ, কৌশিক দে, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নুর হাসান জনি, শামীম আশরাফ শেলী, হেদায়েৎ হোসেন মোল¬া, সুনীল দাস, তপু বিশ্বাস, বাবুল আকতার, শেখ লিয়াকত হোসেন, মিজানুর রহমান মিজান।
সভায় আরও উপস্থিত ছিলেন অরুণ সাহা, মলি¬ক সুধাংশু, আনোয়ারুল ইসলাম কাজল, ওয়াহেদ উজ জামান বুলু, দেবনাথ রণজিৎ কুমার, বাপ্পী খান, দেবব্রত রায়, রাশেদুল আহসান বাবলু, জয়নাল ফরাজী, বিমল সাহা, আমিরুল ইসলাম, সোহেল মাহমুদ, মিলন হোসেন, তিতাস চক্রবর্তী, শেখ জাহিদুল ইসলাম, প্রবীর কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার বাছাড়, আবু নুরাইন খোন্দকার, আমির সোহেল, পলাশ দত্ত, এম ওয়াহিদুজ্জামান, রিতা রানী দাস, দিলীপ পাল, শেখ নুর গনি বাবলু রেজা, দিলীপ বর্মণ, মাহমুদ হাসান সোহেল, মেহেদী হাসান পলাশ, এসএম মনিরুজ্জামান, আমজাদ আলী লিটন, শরিফুল ইসলাম বনি, হাসান আল মামুন, জাহিদুল ইসলাম, খন্দকার কবিরুজ্জামান বাপ্পী, শেখ রাসেল, নাজমুল হাসান, হেলাল মোল¬া, আঃ রাজ্জাক, হাসানুর রহমান তানজির, মাসুদ খান পলাশ, সুদীপ দাস, সোহেল রানা, মনিরুল ইসলাম সাগর, শাহজালাল মোল¬া মিলন, তুফান গাইন।