১১ বছর পলাতক থাকার পর জঙ্গি নেতা গ্রেফতার
তৌহিদুর রহমান তৌহিদ (৩২) একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা। কিন্তু গত ১১ বছর ধরে তিনি পলাতক ছিলেন। কোনোভাবে তাকে খুঁজে পাচ্ছিল না আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবার শেষ রক্ষা হয়নি। শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র এসপি ফজলুল হক।
তিনি জানিয়েছেন, তৌহিদুর রহমান তৌহিদ একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা। তার নামে হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা ছিল। সেই মামলার এজাহার ভুক্ত আসামি ছিলেন তিনি।
ফজলুল হক বলেন, তৌহিদ দীর্ঘ ১১ বছর পলাতক ছিলেন। শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।