১১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির, সম্পাদক আলী
খালিশপুর প্রতিনিধি
নগরীর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সাধারণ কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরদার আলী আহমেদ। রবিবার বেলা ৩টায় প্লাটিনাম শ্রমিক ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ৩০২ জন কাউন্সিলরদের ভোটে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি সরদার আলী আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সাবেক সভাপতি ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা মুন্সি আঃ ওয়াদুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিসন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, শেখ ফারুক আহমেদ, আলহাজ্ব আশরাফুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম।
সম্মেলন উদ্ধোধন করেন খালিশপুর থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব এ, কে,এম সানাউল্যা নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশারের সার্বিক পরিচালনায় সম্মেলনে বিভন্ন ওয়ার্ডে আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।