December 21, 2024
আঞ্চলিক

১১ দফা দাবিতে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত

খবর বিজ্ঞপ্তি

সারাদেশের ন্যায় একই তারিখ ও সময়ে মুক্তিযুদ্ধ মঞ্চ খুলনা জেলা শাখা আয়োজিত খুলনা প্রেস ক্লাবের সামনে এক মানবন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মানবন্ধন ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ খুলনা জেলা শাখার সভাপতি- রায়হান রাহিব, সাধারণ সম্পাদক- জাহিদুর কবির, বিশিষ্ট আইনজীবী মোঃ মঈনুল ইসলাম ও মোঃ ফরিদী হাসান, সহ-সাধারন সম্পাদক- মোঃ রফিকুল ইসলাম (মধু), শেখ মোঃ আব্দুল্লাহিল কাফি ও বিএল কলেজের মেহেদী হাসান রাজুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচী ও মানবন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা বহাল করতে হবে এবং কমিটি গঠন করে কোঠার পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে হবে। মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে, ১লা ডিসেম্বরকে জাতীয় ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসাবে স্বীকৃতি ও সরকারী ছুটি ঘোষনা সহ ১১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক জাহিদুর কবির আরও বলেন, বিভিন্ন সময় গন মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী এবং বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষকারীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা এবং যে ব্যক্তি করবে তাকে রাষ্ট্রদ্রহী হিসাবে বিচার করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি মোঃ মঈনুল ইসলাম ও মোঃ ফরিদী হাসান সহ আরও অনেকে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *