November 24, 2024
আঞ্চলিকলেটেস্ট

১১ দফা দাবিতে খুলনাসহ সারাদেশে পাটকল শ্রমিকদের আন্দোলনের ডাক

দ: প্রতিবেদক

খুলনাসহ সারাদেশের পাটকল শ্রমিকরা মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ৭ দিনের আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে। আন্দোলনে ধর্মঘট, বিক্ষোভ, আমরন অনশনের মতো কর্মসূচি রয়েছে। আগামী ২৩ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ধাপে, ধাপে এ কর্মসূচি পালন করা হবে।

পাটকল শ্রমিকদের মুজরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পি,এফ, গ্রাচ্যুইটির টাকা প্রদান, খুলনাসহ দেশের সকল পাটকল শ্রমিকদের সপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্ধসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি বাস্তবায়ন করতে গত রবিবার (১৭ নভেম্বর) ঢাকায় বিজেএমসি কার্যালয়ে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আলিম জুট মিলের সিবিএর সভাপতি আঃ হামিদ সরদারের সভাপতিত্বে ও খালিশপুর জুট মিলের সিবিএর সভাপতি দ্বীন মোহাম্মদের পরিচালনায় সভায় আমিন জুট মিলের সিবিএর সভাপতি ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব আরিফুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী, সাহানা শারমিন, হুমায়ন কবির খান, আবুল হোসেন, শফিকুল মোল্যা, মুরাদ হোসেন, হারুন অর রশিদ মল্লিক, মোঃ আলাউদ্দিন, বেল্লাল মল্লিক, আঃ মান্নান, জিল্লুর রহমান, শেখ মোঃ ইব্রাহিম, গাজী মাসুম, ইউসুফ গাজী, কাউসার আহমেদ খান, সুলতান মৃধা, আলমগীর খন্দোকার, মোঃ আক্তার হোসেনসহ দেশের অন্যান্য পাটকল শ্রমিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ২৩ নভেম্বর সকল পাটকলে এক যোগে গেট সভার মধ্যে দিয়ে কর্মসূচি ঘোষণা, ২৫ নভেম্বর সকল পাটকলে এক যোগে রাজপথে ভুখা মিছিল, ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে বেলা ৫টা পর্যন্ত প্রতীকি অনশন, ২ ডিসেম্বর ২৪ ঘন্টা ধর্মঘটের সমর্থনে রাজপথে বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর সারাদেশের পাটকলে ২৪ ঘন্টা ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ, ৮ ডিসেম্বর আমরন অনশনের সমর্থনে গেট সভা ও শপথ অনুষ্ঠান এবং ১০ ডিসেম্বর সকাল ৮ থেকে শ্রমিক পরিবারসহ আমরন অনশন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয় সভা থেকে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *