১০ হাজারের নিচে নামল নমুনা সংগ্রহ
দেশে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়লেও ল্যাবগুলোতে কম আসছে নমুনা। কিছুদিন আগেও দিনে ১৭-১৮ হাজারের মতো নমুনা সংগ্রহ হলেও এখন তা ১০ হাজারের নিচে নেমে এসেছে। এ জন্য ল্যাবগুলোতে পরীক্ষার জন্য করোনাভাইরাসের নমুনা অনেক কম আসছে উল্লেখ করে করোনার কোনোরকম উপসর্গ থাকলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে নমুনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ এ অনুরোধ জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬১৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১০ হাজার ৪৪৬টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ এক হাজার ৪৮০টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে দুই হাজার ৫২০ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২১ হাজার ১৭৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৮৭৪ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪১৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২২ হাজার ৯০ জনে।
তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করতে চাই, আমাদের পরীক্ষাগারগুলোতে নমুনার সংখ্যা অনেক কম আসছে। নমুনা সংগ্রহ কম হচ্ছে। আপনাদের যাদের কোনোরকম লক্ষণ বা উপসর্গ থাকে কিংবা কোনো আক্রান্ত ব্যক্তির সঙ্গে সংযোগ হয়, তবে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। আমাদের নমুনা সংগ্রহের জন্য প্রত্যেক উপজেলা, জেলা, শহর সব জায়গায় নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন এবং নমুনা পরীক্ষা করে এ রোগ প্রতিরোধে সহায়তা করুন।’