১০ নং ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে যুবলীগের খাদ্য সহায়তা
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে চলছে কার্যত লকডাউন। নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকান বন্ধ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
এমন পরিস্থিতিতে নগরীর খালিশপুর ১০নং ওয়ার্ডের বঙ্গবাসী এলাকায় নি¤œ আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা মহানগর যুবলীগ ও খালিশপুর এর বিভিন্ন ইউনিট। গতকাল রবিবার নগরীর খালিশপুর ১০নং ওয়ার্ডের বঙ্গবাসী এলাকায় স্থানীয় খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক, অসচ্ছল দোকানদার, নিম্ন আয়ের শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২শতাধিক পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর যুবলীগের আহŸায়ক শফিকুর রহমান পলাশ। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সদস্য নজরুল ইসলাম দুলু, অভিজিত চক্রবর্তী দেবু, শেখ মহিদুল ইসলাম মিলন, নগর ছাত্র লীগের সাবেক সহ- সভাপতি মশিউর রহমান লিটন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা গাজী, আওয়ামী লীগ নেতা ডাঃ সায়েম মিয়া, খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এস এম নূর হাসান জনি, যুবলীগ নেতা মোশারফ হোসেন পাটোয়ারী, মুরাদ হোসেন রিপন, মোহাম্মাদ ছগির, কামাল বেপারী, এনায়েত হোসেন, মোঃ মিজানুর রহমান, মিজানুর রহমান হাসান, রবিউল ইসলাম রবি, মিলন হোসেন মিল্লা, জসিমসহ প্রমুখ।