১০ ডিসেম্বর জেলা ও মহানগর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে হবে
জেলা আ’লীগের নির্বাহী কমিটির সভায় শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
জেলা আওয়ামী লীগের সভাপতি খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, আগামী ১০ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে। আসন্ন সম্মেলন বর্ণাঢ্যভাবে সফল করার লক্ষ্যে গঠিত সকল উপকমিটির সদস্যদের স্ব স্ব দায়িত্ব পালন করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তৃণ্যমূল পর্যায়ে হাইব্রিড, সমাজ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মাদক ব্যবসায়ী এবং দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন কোন ব্যক্তিকে দলীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। গতকাল মঙ্গলবার বিকাল ৩.৩০টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির ভাষনে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন- আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. এম এম মুজিবুর রহমান, এফ এম মাকসুদুর রহমান, বি.এম.এ সালাম, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, মোঃ নুরুজ্জামান, এ্যাড. নব কুমার চক্রবর্তী, মোঃ আসলাম খান, অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, এ্যাড. ফরিদ আহমেদ, আলহাজ্ব জোবায়ের আহমেদ খান জবা, রফিকুর রহমান রিপন, ডাঃ তড়িৎ কান্তি ঘোষ, এ্যাড. কেরামত আলী, কাজী শামিম আহসান, অধ্যাপক মিজানুর রহমান, শেখ মারুফুল ইসলাম, মোকলেছুর রহমান বাবলু, এ্যাড. শাহ আলম, শেখ শহিদুল ইসলাম, খান নজরুল ইসলাম, আলহাজ্ব শেখ আবুল হোসেন, শেখ আকরাম হোসেন, কামাল উদ্দিন বাদশা, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মালিক সরোয়ার উদ্দিন, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, নূরে আলম জোয়াদ্দার, এ্যাড. তারিক হাসান মিন্টু, জি এম মহসিন রেজা, মুনসুর আলী খান, রশিদুজ্জামান মোড়ল, বিনয় কৃষ্ণ রায়, মোল্যা এমদাদুল হক, আব্দুল মজিদ ফকির, শফিকুর রেয়াজ জানু, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, জয়ন্তী রানী সরদার, শোভা রানী হালদার, ফারহানা হালিম, এ এফ এম ওহিদুজ্জমান, কে এম আলমগীর হোসেন, বিজয় কুমার সরদার, জাহানারা শহিদ, হোসনেয়ারা চম্পা, মোতালেব হোসেন, হাজী সাইফুল ইসলাম, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, রাফেল হোসেন, কাজী আজাদুর রহমান প্রমুখ।
আসন্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ হারুনুর রশীদকে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রচার সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ দেলোয়ারা বেগম এর পুত্র রুবায়েদ সাজ্জাদ বাবু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া করা হয়। কার্য নির্বাহী কমিটির সভা মূলতবী ঘোষণা করা হয়, যা পরবর্তী ৫ ডিসেম্বর’১৯ তারিখ বৃহস্পতিবার বেলা ৩.৩০টায় পুনরায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।