১০ ডিসেম্বরের মধ্যে ৯ দফা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি
খালিশপুরে পাটকল শ্রমিক লীগের জনসভায় বক্তারা
দ: প্রতিবেদক
পাটকল শ্রমিক লীগের নেতৃবৃন্দ বলেছেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ৯ দফা দাবি শ্রমিকদের ন্যায্য পাওনা। এই পাওনা আদায় করতে প্রয়োজনে শ্রমিকরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেবে। ক্রিসেন্ট জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৪টায় খালিশপুরস্থ ক্রিসেন্ট গেট বিআইডিসি রোড়ে শ্রমিক জনসভায় নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
মজুরী কমিশনের রোয়েদাদ বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পাটশিল্পকে কৃষিপণ্য হিসাবে সকল সুযোগ-সুবিধা প্রদান, শ্রমিক-কর্মচারীদের নিয়মিত মজুরী-বেতন পরিশোধ, ম্যান্ডেটরী প্যাকেজিং এ্যাক্ট ২০১০ বাস্তবায়ন, মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের সমুদয় পাওনা পরিশোধসহ ৯ দফা দাবিতে নানা কর্মসূচি নিয়ে অন্দোলনে মাঠে নামে পাটকল শ্রমিকলীগ। এ কর্মসূচির অংশ হিসাবে গতকাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন ক্রিসেন্ট জুট মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ দ্বীন ইসলাম। প্রধান অতিথি ছিলেন পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পদক এস এম কামরুজ্জামান চুন্নু।
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহাবুব আলম, কার্পেটিং জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক ফরাজী নজরুল ইসলাম, লতিফ বাওয়ানী জুট মিলের সিবিএ’র সভাপতি মোহাম্মদ আলী, ক্রিসেন্ট জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দীন আজাদী, পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউএসি জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দীন, বাংলাদেশ জুট মিলের সিবিএ’র সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, শ্রমিক নেতা মোঃ আবু জাফর, মোঃ ফজুল করিম, এস এস আজম, শেখ মাহমুদ, মোঃ বাচ্চু মিয়া, ইউনুস হাওলাদার।
শ্রমিক জনসভায় নেতৃবৃন্দ অবিলম্বে ৯ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহবান জানান। এছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মজুরী কমিশনের রোয়েদাদ কার্যকরসহ ৯ দফা বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে শ্রমিক নেতারা।