January 19, 2025
খেলাধুলা

১০ কোটির রেকর্ড গড়া প্রথম ভারতীয় তারকা কোহলি

ভারতের প্রথম তারকা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের ইনস্টাগ্রামে এখন ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন (১০ কোটি), যা কিনা দেশের সেলেব্রিটিদের মধ্যে সবচেয়ে বেশি।

৩২ বছর বয়সী কোহলির বেশ পেছনে রয়েছেন বলিউডের রনভীর সিং, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়ারাও। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা কোহলির প্রায় অর্ধেক।

প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে ফলোয়ার ৬০ মিলিয়ন (৬ কোটি), দীপিকার ৫৩.৩ মিলিয়ন (৫ কোটি ৩৩ লাখ), রনভীরের ৩৪.৭ মিলিয়ন (৩ কোটি ৪৭ লাখ)। নরেন্দ্র মোদির এই প্লাটফর্মে ফলোয়ার ৫১.২ মিলিয়নের কিছু বেশি।

বিশ্বজুড়ে ক্রীড়াতারকাদের হিসেব করলে কোহলি আছেন চতুর্থ অবস্থানে। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিশ্চিয়ানো রোনালদোর (২৬৬ মিলিয়ন বা ২৬ কোটি ৬ লাখ)। দুইয়ে আছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (১৮৭ মিলিয়ন বা ১৮ কোটি ৭ লাখ)।

তিনে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৪৭ মিলিয়ন বা ১৪ কোটি ৭ লাখ। কোহলির অবস্থান এই তিন ফুটবল তারকার পরেই।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *