November 28, 2024
জাতীয়

১০ আগ্নেয়াস্ত্র-২১ হাজার ইয়াবাসহ ২১ কারবারীর আত্মসমর্পণ

দক্ষিণাঞ্চল ডেস্ক

কক্সবাজারের টেকনাফে এবার দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করলেন ২১ ইয়াবা কারবারী। এসময় এসব ইয়াবা কারবারীরা ২১ হাজার পিস ইয়াবা ও ১০টি আগ্নেয়াস্ত্র জমা দেন। গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে টেকনাফ সরকারী কলেজ মাঠে জেলা পুলিশ অয়োজিত অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের হাতে এসব ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ ¯েøাগানে কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি সাংবাদিক তোফায়েল আহমেদ প্রমুখ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, আত্মসমর্পণ করা ২১ ইয়াবা কারবারীর বিরুদ্ধে দুটি মামলা করা হবে। পরে তাদের তোলা হবে আদালতে।

২০১৯ সালের ১৬ ফেব্রæয়ারি প্রথম দফায় ১০২ জন ইয়াবা কারবারী টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে আত্মসমর্পণ করেছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *