১০০ কোটি রুপির মামলায় কংগ্রেস সভাপতিকে আদালতে তলব
শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে জিতে সে রাজ্য দখল করেছে কংগ্রেস। যার পর সম্মানের লড়াইয়ে অস্বস্তিতে বিজিপি। বারবার সে রাজ্যে গিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচার চালিয়েছিলেন। তার পরও শোচনীয় হারে দায়ভার কার ঘাড়ে চাপানো হবে তা নিয়ে সংশয়ে বিজেপি। এমন রাজনৈতিক আবহে কংগ্রেস সভাপতি খাড়গের বিরুদ্ধে মামলা হয় পাঞ্জাবের আদালতে।
বজরং দলের পক্ষে আইনজীবী দাবি করেন, কংগ্রেসের ইশতেহারে বজরং দলের সঙ্গে সিমি এবং আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনের তুলনা টানা হয়েছিল। অন্যদিকে বিতর্কিত ইশতেহার নিয়ে কংগ্রেস সভাপতি বলেছিলেন, জাতি এবং ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো ব্যক্তি এবং সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস। যার জেরে খাড়গের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয় পাঞ্জাবের সাঙরুরের আদালতে। সেই সূত্রে অভিযুক্ত কংগ্রেস নেতাকে তলব করলেন আদালত।
বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল হিন্দু চরমপন্থী সংগঠন হিসেবেই পরিচিত। অতীতেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে কংগ্রেসের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন। পরান্দে বলেছেন, ‘হিন্দুদের প্রতি বিদ্বেষ থেকে যদি বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তবে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।’ বজরং দল নিষিদ্ধ হওয়ার ভয় পায় না বলেও দাবি করেন তিনি।