December 23, 2024
বিনোদন জগৎ

১০০ কোটিতে ‘কেশরী’

মুক্তির প্রথম দিনেই সাড়ে ২১ কোটি রুপি আয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘কেশরী’। এবার সপ্তাহ শেষে সিনেমাটি ঘরে তুলে নিলো ১০০ কোটি রুপি। মুক্তির মাত্র সাত দিনেই এটি শতকোটির ক্লাবে প্রবেশ করলো।

এদিকে ২০১৯ সালের সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ কোটির ক্লাবে প্রবেশকৃত সিনেমা ‘কেশরী’। এর আগে ‘গালি বয়’ আট দিনে এবং ‘টোটাল ধামাল’ নয় দিনে শত কোটি রুপি আয় করে নিয়েছিল। এতেই বোঝা যাচ্ছে অক্ষয় কুমার ও পরিণীত চোপড়া জুটির সিনেমাটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন।

গত ২১ মার্চ  ৮০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ভারত জুড়ে প্রায় ৩ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে।

১৮৯৭ সালের সারাঘারি যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ‘কেশরী’ নির্মিত। এতে হাবিলদার ইশার সিং’র চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। অক্ষয়ের বিপরীতে ইশরপত্নী জিওয়ানির চরিত্রে আছেন পরিণীতি চোপড়া। এটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম  প্রোডাকশনস, ইশা আম্বানি ও টুইঙ্কল খান্না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *