১ম আইফুল স্মৃতি ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জালাল-রাসেল জুটি
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘ আয়োজিত ‘১ম আইফুল স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট-২০২১’ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জালাল মৃধা ও রাসেল মোল্লা জুটি। শুক্রবার মধ্যরাতে সোনাডাঙ্গা মেইন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২৯-২৩ পয়েন্টে জান্নাত-রাসেল জুটিকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ টাকা পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য মোস্তফা শিকদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, আঃ কাদের গাজী, রতন সাহা, যুবলীগ নেতা ইকবাল হোসেন, মেহরাব হোসেন বাবু, হানিফ শেখ, ছাত্রলীগ নেতা চৌধুরী রোমেল, উৎপল ঘোষ প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ