হয়েই গেল বিয়ে
অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে গেল সৃজিত- মিথিলার।
সকাল থেকে গুঞ্জন ছিল, শুক্রবারই বিয়ে করছেন ভারতের সৃজিত ও বাংলাদেশের মিথিলা।
সন্ধ্যার পর সৃজিত টুইটারে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন ‘সই’। তাতেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই দুই তারকা!
কিছু দিন আগেই ভারতের অপর সঙ্গীত শিল্পী সাকীকে বিয়ে করেন বাংলাদেশের এশা ইউসুফ। এই নিয়ে অল্প সময়ের মধ্যে ভারত থেকে দুই জন জামাইবাবু পেল বাংলাদেশ।
বাংলাদেশের অভিনয় শিল্পী এবং উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির প্রেমের গুঞ্জন বেশ অনেক দিন ধরে এপার-ওপার বাংলায় আলোচনায় ছিল।সম্প্রতি মিথিলার ব্যক্তিগত কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃজিত তাকে নিয়ে ইতিবাচক একটি পোস্ট দেন। তাতে গুঞ্জন আরও পোক্ত হয়।
মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। এরপর প্রেমটা জমে বিয়েতে গড়াল!