January 11, 2025
জাতীয়

হোলি উৎসবে দুই তরুণীকে যৌন হয়রানির মামলায় অভিযুক্ত ৩

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

দুই বছর আগে পুরান ঢাকায় হোলি উৎসবের সময় দুই তরুণীকে যৌন হয়রানির মামলায় তিন তরুণের বিরুদ্ধে বিচার শুরুর নিদের্শ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী এম এ বারী বলেন, এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে অভিযুক্তরা নিজেদের নিদোর্ষ দাবী করে ন্যায় বিচার চান। তবে বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য কবে দিন রেখেছেন তা বলতে পারেননি তিনি।

অভিযুক্তরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জের গাব্দেরগাঁও গ্রামের মামুনের ছেলে আকাশ (১৯), গোপালগঞ্জের মুকসুদপুরের বনগ্রামের ইউনূসের ছেলে সিফাত (২০) এবং রাজধানীর কদমতলী থানার দনিয়া গ্রামের হুমায়ন কবীরের ছেলে মামুন (১৮)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হোলি উৎসবের সময় ২০১৭ সালের ১৩ মার্চ বিকালে ঢাকা জেলা জজ আদালতের মেইন গেইটের সামনে ওই তিন আসামি রিকশা থামিয়ে দুই তরুণীর দিকে ‘যৌন হয়রানিমূলক অঙ্গভঙ্গি’ করে এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করেন।

ওই ঘটনায় দুই তরুণীর ভাই ওই দিনই কোতয়ালী থানায় মামলা করেন। এসআই জাহাঙ্গীর আলম মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২৩ জুলাই তিন জনকে আসামি করে করে আদালতে অভিযোপত্র জমা দেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *