হোটেল কস্তুরী ও বেবী শপকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
দ: প্রতিবেদক
খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের অভিযানে হোটেল কস্তুরী ও বেবি শপকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযানে নেতৃত্বে দেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
তিনি জানান, মহানগরীর সিমেট্রি রোড এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়ে হোটেলে কস্তুরীর রান্না ঘর নোংরা থাকা ও ফ্রিজে রান্না খাবারের সাথে কাঁচা মাংস সংরক্ষণ করা অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিউমার্কেট এলাকায় মূল্য বিহীন ও বৈধ আমদানিকারকের সীল ছাড়া বিদেশী কসমেটিকস রাখায় বেবি শপকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা ও ক্যাব খুলনা প্রতিনিধি।