হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
দুই বছর আগে রাজধানীর কদমতলীতে হেরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় সোহেল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় সোহেল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
একই বিচারক মঙ্গলবার ৯০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় ‘ট্যাবলেট’ কামাল নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছিলেন। বুধবারের রায়ে দণ্ডিত সোহেল পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী দক্ষিণ বাজারের মৃত খলিলুর রহমানের ছেলে।
রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুন কদমতলী থানাধীন ঋষিপাড়ার রাস্তায় হেরোইন কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। পরে তার প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় কদমতলী থানার এসআই প্রদীপ কুমার কুণ্ডু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ২০১৭ সালের ৩১ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই বিনয় কুমার রায়। একই বছরের ১৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। মামলায় আট সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় পাঁচজন সাক্ষ্য দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হেরোইনকে ‘ক’ শ্রেণিভুক্ত মাদক বলা হয়েছে। আইনানুযায়ী, ২৫ গ্রামের বেশি হেরোইন সরবরাহ, বিপণন, ক্রয়-বিক্রয়, হস্তান্তর, সংরক্ষণের অপরাধে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।