November 24, 2024
জাতীয়

হেরে গেলে কতজন কত কথা বলে : ওবায়দুল কাদের

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত কাউন্সিলর প্রার্থীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হেরে গেলে কতজন কত কথা বলেন।

গতকাল বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দুই সিটি মিলিয়ে দেড় ডজনের মতো ওয়ার্ডে কাউন্সিলর পদে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের হারতে হয়েছে দলের বিদ্রোহীদের কাছে।

ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন কাউন্সিলরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, হেরে গেলে কতজন কত কথা বলে! এসব চিন্তা করতো গেলে অনেক কিছুই ভাবতে হবে। যিনি হেরে যান তিনি কি হার মেনে নেন। বিএনপিও মানছে না। ফলাফল পাল্টে দেওয়ার সুযোগ ইভিএম পদ্ধতিতে নেই। ইভিএম করাই হয়েছে কারচুপি ও জালিয়াতি ঠেকাতে। সেদিক থেকে নির্বাচন কমিশন সফল আমি বলতে পারব।

নির্বাচন কমিশনের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুনর্র্নিবাচনের দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব হিসেবে পারফরম্যান্সের ব্যর্থতাই-তার এসব কথা বলার কারণ। তিনি তো কোনো সাফল্য দেখাতে পারেনি। আমি মনে করি, বিএনপি বর্তমানে যে অবস্থায় আছে নেতৃত্ব সংকটে এবং নিজেদের মধ্যে যে অবস্থা তারা যে ভোট পেয়েছে শতাংশের দিক থেকে অনেক ভালো করেছে।

তিনি বলেন, নির্বাচনের কারচুপি বা জালিয়াতির প্রমাণ পর্যবেক্ষরাও দিতে পারেননি। দেশে স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংঘাত হলেও এবার ‘বিচ্ছিন্ন দুয়েকটা’ ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ছিল। নির্বাচন ছিল কারচুপি-জালিয়াতি মুক্ত। কারচুপির কোনো সুযোগ ছিল না। কারচুপির কোনো সুযোগ ছিল না। কিন্তু ফখরুল সাহেব কেন এত ক্ষেপে গেল আমি জানি না।

কাদের বলেন, আমি অবাক হচ্ছি, নির্বাচনের দিনতো তাদের লোকই দেখলাম না। তারা এতো লোক নিয়ে মিছিল করলো, সে লোকগুলো ভোটের দিন গেল কোথায়?

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *