হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা কমিটি অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে মহানগর কমিটি। আগামী তিন বছরের জন্য একাত্তর সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর পাবলা বণিকপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গনে দৌলতপুর থানা কমিটির সভাপতি নির্বাচিত হন আশুতোষ চন্দ্র সাধু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বলোরাম দত্ত। এরপর শনিবার রাতে যাচাই বাছাই শেষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন মহানগর সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি (৫ জন) অধ্যাপক চন্ডীদাস সাহা, গৌরাঙ্গ কুমার সরকার, দিলীপ কুমার সাহা, সমীর সাহা ও প্রভাষ কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক (৩ জন) টমাস দেবেন মন্ডল, উজ্জল কুমার সাহা ও তরুন কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক (৫ জন) গ্যাব্রিয়েল ফলিয়া, মানিক সাহা, উত্তম দত্ত, নির্মল দাস ও সুব্রত দত্ত, সাংগঠনিক সম্পাদক বীরেন দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক উজ্জল কুমার সাহা, অর্থ সম্পাদক অধ্যাপক ল²ন কুমার দত্ত, সহ-অর্থ সম্পাদক মানিক চন্দ্র মৈত্র, দপ্তর সম্পাদক বরুন সাধু, সহ-দপ্তর সুব্রত কুমার মিস্ত্রি ও তাপস ধর, স্বাস্থ্য সম্পাদক ডাঃ শীতেস চন্দ্র ব্যানার্জী, সহ-স্বাস্থ্য সম্পাদক লরেন্স সরদার, প্রচার সম্পাদক শংকর কুমার দে, সহ-প্রচার সম্পাদক তাপস চন্দ্র দাস ও পরিমল বিশ্বাস, গণযোগাযোগ সম্পাদক তুলসী দাস, সহ-গণযোগাযোগ সম্পাদক অরুন কুমার মিত্র ও বিন্দাবিন বৈরাগী, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক আনন্দ কুন্ডু, সহ-ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক প্রকাশ চন্দ্র বাড়ৈ ও শংকর আইচ, মহিলা সম্পাদিকা বিভা রানী সরকার, সহ-মহিলা সম্পাদিকা বিথি বিশ্বাস ও আন্না ঘোষ, যুব সম্পাদক অধ্যাপক সঞ্জয় কুমার দাস, সহ-যুব সম্পাদক তপন দাস ও শ্যামল কৃষ্ণ সাধক, ছাত্র সম্পাদক পঙ্কজ কুমার দত্ত, সহ-ছাত্র সম্পাদক শিপলু মন্ডল, আইন সম্পাদক এ্যাড. সত্য নারায়ন সাহা, সহ-আইন সম্পাদক এ্যাড. অনু প্রসাদ সরকার, শিক্ষা ও গবেষনা সম্পাদক অবঃ লেঃ অশোক কুমার চক্রবর্তী, সহ-শিক্ষা ও গবেষনা সম্পাদক রাধেশ্যাম পার্থ, তথ্য যোগযোগ সম্পাদক সমীরন কুমার সরকার, সহ-প্রকাশনা সম্পাদক রবিন বকসী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মানস পান্ডে (পল্লব), সহ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক গোপাল চন্দ্র নাগ ও নেপাল সাহা, সংস্কৃতি সম্পাদক রঞ্জন সরকার, সহ-সংস্কৃতি সম্পাদক অসীত সাহা ও অনিল কুমার বিশ্বাস, শিল্প ও বানিজ্য সম্পাদক নির্মল দত্ত, সহ-শিল্প ও বানিজ্য সম্পাদক সুরাজ কুমার সাহা ও সন্দীপ কুমার দে, পেশাজীবী সম্পাদক বিকাশ রঞ্জন দত্ত, সহ-পেশাজীবী সম্পাদক এলবার্ট অরুন বিশ্বাস, প্রশিক্ষণ সম্পাদক কাঞ্চন আচার্য্য, সহ-প্রশিক্ষণ সম্পাদক অরুন দাস, ক্রিড়া সম্পাদক গোবিন্দ দত্ত, সহ-ক্রিড়া সম্পাদক শুভ্র দে (অপু), কার্যনির্বাহী সদস্য (৫ জন) তপন বাগচী, কাঞ্চন গোশ্বামী, কানু গোপাল দে, বাদল বালা ও আকাশ মধু।