হিটলারের দেহে ইহুদিদের রক্ত ছিল : রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের দেহে ‘ইহুদিদের রক্ত’ ছিল। রোববার ইতালির সংবাদ বিষয়ক চ্যানেল জোনা বিয়ানসাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয়েছিল, যখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই ইহুদি, তখন রাশিয়া কীভাবে দাবি করছে যে তারা ইউক্রেনকে ‘নাৎসি মুক্ত’ করার জন্য লড়াই করছে
এর জবাবে ল্যাভরভ বলেছেন, ‘জেলেনস্কি ইহুদি হলে কী হবে?’
তিনি বলেন, ‘এর সঙ্গে ইউক্রেনের নাৎসি উপাদান উপস্থিতি সাংঘর্ষিক নয়। আমি বিশ্বাস করি যে হিটলারেরও ইহুদি রক্ত ছিল। কিছু খারাপ ইহুদি চরম মাত্রায় ইহুদি বিদ্বেষী।’
ল্যাভরভের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই মন্তব্যকে ‘অমার্জনীয়’ নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে ক্ষমা দাবি করেছে।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হাতে ৬০ লাখের বেশি ইহুদি হত্যার শিকার হয়।