April 19, 2025
আন্তর্জাতিক

হিজাবকে কেন্দ্র করে উত্তেজনা, কর্ণাটকে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

হিজাব পড়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার কারণে ভারতের কর্ণাটকে আগামী তিন দিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বাসাভরাস এস বোমাই এক টুইট বার্তায় জানিয়েছেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় তিনি সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভির।

হিজাব পরার বিধিনিষেধের বিরুদ্ধে উদুপির একটি সরকারি কলেজের পাঁচ নারীর দায়ের করা আবেদনের শুনানি চলছে কর্ণাটক হাইকোর্টে।

আগামীকালও এ বিষয়ে আদালতে শুনানি চলবে। আদালতের পক্ষ থেকেও শিক্ষার্থী এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, আমি শিক্ষার্থী, শিক্ষক এবং স্কুল-কলেজের ব্যাবস্থাপনার সঙ্গে জড়িত লোকজন এমনকি কর্ণাটকের সাধারণ মানুষজনকেও শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমি আগামী তিন দিনের জন্য সব হাই স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করেছি। সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

মাথায় স্কার্ফ পরায় ৬ শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগে গত মাসে উদুপির সরকারি গার্লস পিইউ কলেজের শিক্ষার্থীরা হিজাব পরার বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। উদুপি এবং চিক্কামাগালুরুর ডানপন্থি কিছু সংগঠন ক্লাসে মুসলিম নারীদের হিজাব পরার বিরোধিতা করে আসছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *