হিংস্র নাগাসাধু রূপে আসছেন সাইফ আলি খান
নবদীপ সিংয়ের ‘লাল কপ্তান’ সিনেমায় একজন ভয়ানক নাগাসাধু রূপে আবির্ভূত হচ্ছেন বলিউড তারকা সাইফ আলি খান। সিনেমাটির মুক্তির তারিখ পূর্বে ১১ অক্টোবর ঘোষিত হলেও সোমবার (২৩ সেপ্টেম্বর) সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করার মাধ্যমে এর মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৮ অক্টোবর পুনঃনির্ধারণ করা হয়েছে।
‘লাল কপ্তান’ সিনেমায় প্রধান চরিত্রে সাইফ আলি খান একজন ভয়ংকর নাগাসাধু রূপে অভিনয় করছেন। নবদীপ সিং পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে আনন্দ এল রাই এবং এরোস ইন্টারন্যাশনাল। এর পাণ্ডুলিপি রচনা করেছেন দীপক ভেঙ্কটেশ।
ইতোপূর্বে সিনেমাটির টিজার প্রকাশ করেন এর নির্মাতারা। টিজারে দেখা গেছে, সাইফ আলি খান তার কপালে ভস্ম মেখে রামের নামে শপথ করেন। এক প্রতিশোধপরায়ণ হিংস্র ব্যক্তিত্ব ফুটে উঠবে তার চরিত্রে।
‘লাল কপ্তান’ ছাড়াও সাইফ আলি খানকে নীতিন কাক্কারের ‘জওয়ানি জানেমন’ সিনেমাতেও দেখা যাবে শিগগিরই। সাইফ অভিনীত নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ দারুণ সাফল্য পেয়েছে। সম্প্রতি সিরিজটি এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন লাভ করে।