হাসপাতাল থেকে হজক্যাম্পে ফিরেছেন চীনফেরত ৭ জন
পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পর্যবেক্ষণে থাকা চীনফেরত সাতজনকে ফের হজক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ মেলেনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. এ এস এম আলমগীর।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এছাড়া আরো একজনের শরীরে জ্বর থাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। আর একজন নবজাতক ও তার মাকে পূর্ণাঙ্গ সেবা দেওয়ার খাতিরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেহেতু হজক্যাম্পে পূর্ণাঙ্গ কোয়ারেন্টাইন সেবা পাওয়া সম্ভব নয় বা সম্পূর্ণরূপে সে ব্যবস্থা সেখানে নেই তাই নবজাতকটির সেবা নিশ্চিতের জন্যই সিএমএইচে নেওয়া হয়েছে।