January 21, 2025
জাতীয়

হালনাগাদে নতুন ভোটার সাড়ে ৬৭ লাখ

দক্ষিণাঞ্চল ডেস্ক

৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন নাম যুক্ত করে ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার বিকালে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ এর খসড়া তালিকা প্রকাশ করেন।

নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা সংশোধনের জন্য ৫ ফেব্রæয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

সাইদুল জানান, এবার হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৯ হাজার ৮৪০, নারী ৫ লাখ ৬২ হাজার  ৩৯৬। এছাড়া এবার ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। খসড়া তালিকায় প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের নাগরিকরা ‘হিজড়া’ পরিচয়ে তালিকাভুক্ত হয়েছেন, যার সংখ্যা ৩৫৩ জন।

এবার হালনাগাদে চার বছরের (২০০১-২০০৪ বছরের আগে যাদের জন্ম) প্রায় ৯৬ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০২০ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে এমন ৬৭ লাখের খসড়া প্রকাশ করা হল। বাকিদের খসড়া স্বয়ংক্রিয়ভাবে ২০২২ ও ২০২৩ সালে ভোটার উপযোগী হলেই প্রকাশ করা হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *