হাম্পি স্মৃতিস্তম্ভে ভাংচুর, ৪ ভারতীয় পর্যটক গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের দক্ষিণের কর্নাটক রাজ্যের প্রাচীন ঐতিহ্যবাহী হাম্পি স্মৃতিস্তম্ভে ভাংচুরের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করা হয়ছে। শহরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। ষোড়শ শতাব্দীর বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ এবং প্রাচীন মন্দিরের কারণে ভারতের হাম্পি শহর পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
বিবিসি জানায়, এ সপ্তাহের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিন তরুণকে শহরের প্রাচীন মন্দিরের বাইরের অংশের একটি পিলার ঠেলে ফেলে দিতে দেখা যায়। পিলারটি ফেলে দিয়ে তারা হাত তুলে বিজয় উলাস করছিল। চতুর্থ ব্যক্তি পুরো কাণ্ড ভিডিও করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।
ভিডিও প্রকাশের পর গত ৬ ফেব্র“য়ারি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) ওই তরুণদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তরুণরা ঠিক কবে এ কাণ্ড করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। সম্ভবত এক বা দুই বছর আগে এ ঘটনা ঘটেছে।