হামলার শঙ্কায় ভারতের বিমানঘাঁটিতে কড়া সতর্কতা
জম্মু-কাশ্মীরে বিমানবাহিনীর ওপর যেকোনো মুহূর্তে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মুহাম্মদের (জেইএম) ৮-১০ সদস্য আত্মঘাতী হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। এরপর থেকেই দেশটির বিভিন্ন বিমানঘাঁটিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শ্রীনগর, আওয়ান্তিপোরা, জম্মু, পাঞ্জাবের পাঠানকোট, উত্তর প্রদেশের হিন্দোনের বিমানঘাঁটিতে ইতোমধ্যে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, হামলা মোকাবিলায় ভারতের শীর্ষ কর্মকর্তারা প্রতি মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মাত্র কয়েকদিন আগেই ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএ) এক অভিযোগপত্রে জানিয়েছিল, জঙ্গিরা পুলওয়ামা হামলার মতো আবারও দিল্লিসহ দেশের অনেক জায়গায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে। ওই অভিযোগপত্রে চারজনের নামও উল্লেখ করেছিল এনআইএ, এরা সবাই পুলওয়ামার বাসিন্দা।