December 30, 2024
আঞ্চলিক

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফল সেমিস্টার এর নবীনবরণ

খবর বিজ্ঞপ্তি

১৬ নভেম্বর ২০১৯ তারিখে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর “ ফল সেমিস্টার ও ১ম প্রফেশনাল (ডিপ্লোমাধারী) ব্যাচেলর অব ইউনানি  মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) এবং ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস)- ২০১৯” এর নবীন বরণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জ- এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশে’র ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও হামদর্দ ফাউন্ডেশন এর পরিচালক  লে: কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক  ড. সাদিরুল ইসলাম, সাইন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মো: রবিউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা, পাবলিক হেলথ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোসাদ্দেক হোসাইন, ইউনানি মেডিসিন ও আয়ুর্বেদিক মেডিসিন বিভাগদ্বয়ের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: মো: খায়রুল আলম, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল অনুষদের শিক্ষকগণ, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *