December 21, 2024
জাতীয়

হাজী দানেশের মেয়ে এমপি সুলতানা আর নেই

দক্ষিণাঞ্চল ডেস্ক

তেভাগা আন্দোলনের নেতা মোহাম্মদ হাজী দানেশের মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী মারা গেছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সুলতানা রেজওয়ান চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শবদলহাট গ্রামের পারিবারিক কবরস্থানে সুলতানা রেজওয়ান চৌধুরীকে দাফন করা হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *