হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি হলেন মাগুরার রিফাত রাব্বী
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার স্বনামধন্য হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ১৫ তম ব্যাচের রিফাত আল হাসান রাব্বী। তার বাড়ি মাগুরা জেলায়। সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি ডাঃ মিজানুর রহমান সুমন সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৬ মে কমিটি ঘোষণা করেন। রিফাত রাব্বী গত কমিটিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা চিকিৎসাবিজ্ঞান জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।
নবনির্বাচিত সভাপতি রিফাত রাব্বী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞানের সভাপতি ডাঃ মিজানুর রহমান সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়