হরিণটানায় চিংড়ি ঘের থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
দ: প্রতিবেদক
খুলনায় প্রবীর (৬০) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে হরিণটানা থানার কৈয়া এলাকার একটি চিংড়ি ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানিয়েছেন, গতকাল দিবাগত রাতে কৈয়া এলাকার একটি চিংড়ি ঘেরে দুর্বৃত্তরা প্রবীরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এরপর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে প্রবীরকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ছাড়া কেউ আটক হয়নি বলেও জানান ওসি আশরাফুল।