হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
দ. প্রতিবেদক
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কেনিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। ফরাসি পত্রিকা শার্লি এবদো এ কার্টুন প্রদর্শন করে। বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদ, খুলনা মহানগরী উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবশ্য পুলিশী বাধায় কর্মসূচি সংক্ষিপ্ত করে আয়োজকরা।
সংগঠনের খুলনা মহানগরী সভাপতি অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ এর সভাপতিত্বে এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত আলেমেদ্বীন মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান ও বিভাগীয় সেক্রেটারী আলহাজ্ব মাওলানা গোলজার হোসাইন। উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান জিহাদী, মোল্লা হুসাইন বিন আমজাদ, মাওলানা গাজী আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন ইউসুফী, মাওলানা মুহাঃ এনায়েত উল্যাহ শেখ, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা মহসিন উদ্দীন, মাওলানা খায়রুল ইসলাম নোমানী, হাফেজ মাওলানা ফিরোজ হুসাইন, মাওলানা আনিসুজ্জামান, মাওলানা নূর সাঈদ জালালী, অধ্যাপক মাওলানা জাফর সাদিক, মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধনের আগে সকাল ১০টায় তালীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসায় পবিত্র সিরাতুন্নবী (সঃ) ১৪৪২ হিজরী উদযাপন উপলক্ষ্যে “নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় মহানবী হয়রত মুহাম্মদ সঃ এর ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ