হবিগঞ্জে অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাত-পা বাঁধা লাশ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিংলি নদী থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের পিংলি নদী থেকে শুক্রবার দুপুরে তারা লাশটি উদ্ধার করেন।
লাশটি প্রায় গলে যাওয়ায় বয়স বোঝা যায়নি।
পুলিশ জানায়, লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
ওসি ইকবাল বলেন, “তার দুই হাত ও দুই পা দড়ি দিয়ে বাঁধা। কোমরে গেঞ্জি দিয়ে তিনটি ইট বাঁধা ছিল। অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বয়সও বোঝা যায়নি। পুলিশ তার পরিচয় ও খুনি শনাক্ত করতে কাজ করছে।”
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।