হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ ও জাতির সেবা করতে হবে
লাবু’র স্মরণ সভায় আ’লীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, মঞ্জুর মোর্শেদ খান লাবু একজন সৎ সাহসী রাজনীতিক ছিলেন। তাঁর চৌকস ও তারুণ্য দীপ্ত রাজনীতির কারণে সোনাডাঙ্গা থানা অল্প সময়ে সুসংগঠিত হয়েছিলো। বিএনপি-জামায়াত ও সন্ত্রাসীদের আতংক ছিলো। যেকারনেই লাবুর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে তাকে বোমা মেরে হত্যা করা হয়। নেতৃবৃন্দ বলেন, মানুষ রাজনীতি করতে আসে দেশ ও মানুষের সেবা করার জন্য। সেজন্যে কারো ঈর্ষার কারন হতে পারে কিন্তু তাকে হত্যা করা রাজনীতি হতে পারে না। এই হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ ও জাতির সেবায় কাজ করতে হবে।
গতকাল শুক্রবার বাদ মাগরিব সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু’র মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মল্লিক আবিদ হোসেন কবীর, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, বিএমএ সালাম, জামাল উদ্দিন বাচ্চু, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. খন্দকার মজিবর রহমান, হালিমা ইসলাম, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ নুর মোহাম্মদ, একেএম সানাউল্লাহ নান্নু, মালিক সরোয়ার উদ্দিন, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আসাদুজ্জামান রাসেল, ফয়েজুল হক রুবেল, এ্যাড. এনামুল হক, রফিকুল ইসলাম পিটু, টিএম আরিফ, মোক্তার হোসেন, আলী আকবর মাতুব্বর, রুহুল আমিন খান, শরীফ এনামুল কবীর, চ. ম. মুজিবর রহমান, মীর মো. লিটন, নুরজাহান রুমি, মাসুদুর রহমান, মঞ্জুর মোর্শেদ খান লাবুর স্ত্রী মেহজাবিন খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা এবং লাবু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল ৯টায় শেখপাড়া বিদ্যুৎ স্কুলের পাশে লাবু’র বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান পারভেজ, মো. আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, জাহিদুল হক, চ.ম মুজিবর রহমান, জাহিদুল ইসলাম, জাকির হোসেন, হাজী মোতালেব মিয়া, সরদার আব্দুল হালিম, মাহমুদুর রহমান রাজেস।