January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ান : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি
কোমলমতি শিশুরা আজ সাধারণ শিক্ষার পাশাপশি পবিত্র কোরআন শিক্ষায় হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই শীত মৌসুমে তাদের যথেষ্ট শীতবস্ত্র নেই। আমরা যারা সমাজের বিত্তশালী তারা প্রতিটা ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র দিয়ে তাদের সাহায্য করুন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সোনাডাঙ্গা থানার সিদ্দিকিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, আমরা ধর্মীয় ও সামাজিক কল্যাণ এর কাজে এগিয়ে আসি। তিনি দলের সকল পর্যায়ের কর্মীদের শীত মৌসুমে হত দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সাজ্জাত আহসান পরাগ, হাফিজুর রহমান মনি, সরদার রবিউল ইসলাম রবি, আসিফ ইকবাল লিটন, হেদায়েত হোসেন হেদু, শাহাদাৎ হোসেন বাবলু, হুমায়ুন কবির, ইকবাল হোসেন, হাবিবুর রহমান বাবলু, শরিফুল ইসলাম সাগর, মুসফিকুর রহমান অভি, সাজ্জাত হোসেন জিতু, এমরান হোসেন, আব্দুল আহাদ শাহিন, শামীম রেজা, সাইফুল ইসলাম সাদী, ইজবুল হাসান ইমন, আবরার রোহান, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ আসাদুজ্জামান, ফারুক আহমেদ প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *